অভিমানী এক সংগ্রামী সুরকার আনোয়ার পারভেজ

Photo: ***অভিমানী এক সংগ্রামী সুরকার আনোয়ার পারভেজ****

আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা যেমন একদিকে সশস্ত্র সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছেন,অন্যদিকে তাদের অনুপ্রেরণা দিতে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখতে আমাদের শিল্পী,সাহিত্যিকরাও তাদের নিজ নিজ প্রতিভা দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন যতটা সম্ভব মুক্তিযুদ্ধের সাথে নিজেদের সম্পৃক্ত রাখবার।

আর এমনই একজন সংগ্রামী সুরকার হলেন আনোয়ার পারভেজ। আনোয়ার পারভেজ আমাদের সেই বিখ্যাত "জয় বাংলা,বাংলার জয়" এই গানটির সুরকার। এই গানটি আমাদের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। এই গানটিকে বাদ দিয়ে যেন আমরা আমদের একাত্তরকে কল্পনাই করতে পারিনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এটিই সবচেয়ে বহুল প্রচারিত এবং সবচেয়ে জনপ্রিয় গান ছিল। শুধু এই গানটি কত যে দেশপ্রেমিক তরুণকে যুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করেছে এবং কত যে মুক্তিযোদ্ধাকে দিয়েছে আত্মবিশ্বাস তা বোধহয় গুণে শেষ করা যাবে না।

তাছাড়া এই গানটি ছাড়াও তিনি ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’-এই দুইটি বিখ্যাত দেশাত্ববোধক গানের সুর করেন। বিবিসির সেরা বিশ বাংলা গানের মধ্যে তিনটিই ছিল তার সুর করা। অথচ এমন প্রতিভাবান দেশপ্রেমিক সুরকারের নেই কোন রাষ্ট্রীয় স্বীকৃতি। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে গণমাধ্যমে বলেছিলেন- অনেক ভালো গানের সুর করেও তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি৷

কর্পোরেটরা একাত্তরের এসব গানকে নিয়ে রিমিক্স করে আমাদের নতুন করে দেশপ্রেম শেখাতে আসে,অথচ এসব গানের শিল্পী,সুরকাররা সবার অলক্ষ্যে মনে ক্ষোভ নিয়ে এক সময় আমাদের উপর অভিমান করে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে।কী আদ্ভুত এক জাতি আমরা !নিজেদের সেরা মেধাগুলোকেই আমরা প্রতিনিয়ত অপমান করি।

আসুন আমরা আনোয়ার পারভেজের করা জয় বাংলা এই গানটির কথাটি একবার হলেও মন দিয়ে পড়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করি। কথাগুলো একবার মন দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো এর প্রতিটি শব্দের গুরত্ব। আমাদের স্বাধীনতা সংগ্রাম যে শুধু পাকিস্তানীদের বিরুদ্ধে নয়,বরঞ্ছ ক্ষুদা,দারিদ্র এবং শোষকের বিরুদ্ধে এটিও এই গানের মধ্য দিয়ে ফুটে ওঠে।

এরপর নীচের লিঙ্কে ক্লিক করে গানটি মন দিয়ে প্রতিটি কথা অনুসারে মিলিয়ে শুনুন(ডাউনলোডও করতে পারেন)। দেশের জন্যে গর্বে আপনার বুক ভরে উঠবে নিশ্চিত।


"জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে
নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান
এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়"

গানটি সরাসরি শুনুন অথবা ডাউনলোড করুনঃ

http://www.esnips.com/doc/ffda790c-f2c0-421d-9fe2-e34dedd117c6/Somobeto---Joy-Bangla/?widget=flash_player_note

মহান স্বাধীনতা যুদ্ধের একজন বিস্মৃত যোদ্ধা আনোয়ার পারভেজের প্রতি আমাদের শ্রদ্ধা রইলো।
আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা যেমন একদিকে সশস্ত্র সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছেন,অন্যদিকে তাদের অনুপ্রেরণা দিতে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখতে আমাদের শিল্পী,সাহিত্যিকরাও তাদের নিজ নি
জ প্রতিভা দিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছেন যতটা সম্ভব মুক্তিযুদ্ধের সাথে নিজেদের সম্পৃক্ত রাখবার।

আর এমনই একজন সংগ্রামী সুরকার হলেন আনোয়ার পারভেজ। আনোয়ার পারভেজ আমাদের সেই বিখ্যাত "জয় বাংলা,বাংলার জয়" এই গানটির সুরকার। এই গানটি আমাদের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। এই গানটিকে বাদ দিয়ে যেন আমরা আমদের একাত্তরকে কল্পনাই করতে পারিনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এটিই সবচেয়ে বহুল প্রচারিত এবং সবচেয়ে জনপ্রিয় গান ছিল। শুধু এই গানটি কত যে দেশপ্রেমিক তরুণকে যুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করেছে এবং কত যে মুক্তিযোদ্ধাকে দিয়েছে আত্মবিশ্বাস তা বোধহয় গুণে শেষ করা যাবে না।

তাছাড়া এই গানটি ছাড়াও তিনি ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’-এই দুইটি বিখ্যাত দেশাত্ববোধক গানের সুর করেন। বিবিসির সেরা বিশ বাংলা গানের মধ্যে তিনটিই ছিল তার সুর করা। অথচ এমন প্রতিভাবান দেশপ্রেমিক সুরকারের নেই কোন রাষ্ট্রীয় স্বীকৃতি। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে গণমাধ্যমে বলেছিলেন- অনেক ভালো গানের সুর করেও তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি৷

কর্পোরেটরা একাত্তরের এসব গানকে নিয়ে রিমিক্স করে আমাদের নতুন করে দেশপ্রেম শেখাতে আসে,অথচ এসব গানের শিল্পী,সুরকাররা সবার অলক্ষ্যে মনে ক্ষোভ নিয়ে এক সময় আমাদের উপর অভিমান করে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে।কী আদ্ভুত এক জাতি আমরা !নিজেদের সেরা মেধাগুলোকেই আমরা প্রতিনিয়ত অপমান করি।

আসুন আমরা আনোয়ার পারভেজের করা জয় বাংলা এই গানটির কথাটি একবার হলেও মন দিয়ে পড়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করি। কথাগুলো একবার মন দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো এর প্রতিটি শব্দের গুরত্ব। আমাদের স্বাধীনতা সংগ্রাম যে শুধু পাকিস্তানীদের বিরুদ্ধে নয়,বরঞ্ছ ক্ষুদা,দারিদ্র এবং শোষকের বিরুদ্ধে এটিও এই গানের মধ্য দিয়ে ফুটে ওঠে।

এরপর নীচের লিঙ্কে ক্লিক করে গানটি মন দিয়ে প্রতিটি কথা অনুসারে মিলিয়ে শুনুন(ডাউনলোডও করতে পারেন)। দেশের জন্যে গর্বে আপনার বুক ভরে উঠবে নিশ্চিত।


"জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে
নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র
আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার সাবধান সাবধান সাবধান
এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না কোনও সংশয়

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়"

গানটি সরাসরি শুনুন অথবা ডাউনলোড করুনঃ

http://www.esnips.com/doc/ffda790c-f2c0-421d-9fe2-e34dedd117c6/Somobeto---Joy-Bangla/?widget=flash_player_note

মহান স্বাধীনতা যুদ্ধের একজন বিস্মৃত যোদ্ধা আনোয়ার পারভেজের প্রতি আমাদের শ্রদ্ধা রইলো।



Share this post :

Post a Comment

 
Support : Copyright © 2012. মুক্তিযুদ্ধের গল্প - All Rights Reserved