'71-র মুক্তিযুদ্ধ অবশ্যই আনন্দ-বেদনার এক কাব্য। 30 লাখ শহীদের
আত্মদান যে বেদনার তার রুদ্ধ ক্ষোভ তুমুল আক্রোশে রূপ নিয়েছে
দ্রোহে-বুলেটের জবাব বুলেটে, বিনিময়ে এসেছে আনন্দময়ী স্বাধীনতা। ওহ্,
বাংলার আকাশ আমার- হোক না ধোঁয়ায় ধুসর, বাতাস আমার- হোক না অক্সিজেনের
ঘাটতি। আমি বাংলায় গান গাই, কথা কই, নাচি-গাই।
কী আবলতাবল কইতাছি। ছবিটা 1971 সালের মাঝামাঝি সময়কার, দিন তারিখের উল্লেখ নাই। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। পোস্ট করার লোভ সামলাইতে পারলাম না। পরে অবশ্যই ছবিটি আবার দেব। গ্রামের এক দামাল যুবা যুদ্ধে যাচেছ, যাবার আগে বাবা তারে আশীর্বাদ করছে- জয়ী হইয়াই ফিরো বাপজান!
কী আবলতাবল কইতাছি। ছবিটা 1971 সালের মাঝামাঝি সময়কার, দিন তারিখের উল্লেখ নাই। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। পোস্ট করার লোভ সামলাইতে পারলাম না। পরে অবশ্যই ছবিটি আবার দেব। গ্রামের এক দামাল যুবা যুদ্ধে যাচেছ, যাবার আগে বাবা তারে আশীর্বাদ করছে- জয়ী হইয়াই ফিরো বাপজান!
Post a Comment